চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
নিহত আবু আলম উপজেলার পশ্চিম মেখলের বাসিন্দা লালমিয়ার ছেলে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।’
Leave a Reply