ঢাকায় পাঠাও চালককে গলা কেটে হত্যা
ঢাকার শাজাহানপুরে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা ওই চালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
রোববার (২৫ আগস্ট) রাত আড়াইটার দিকে মালিবাগ ফ্লাইওভারের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন শাহাজানপুর থানার (এসআই) আতিকুর রহমান।
নিহতের নাম মিলন। মিলন বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন।
শাহাজানপুর থানার (এসআই) পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে শাহাজানপুর থানার (এসআই) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার গলায় সাতটি সেলাই দেন। পরে চিকিৎসকদের নির্দেশে মিলনকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে মারা যান মিলন।
Leave a Reply