ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এবার ভোলা শহরের প্রাণ ভোলার খাল পরিস্কার কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা শহরের বাংলা স্কুল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। পরে ডেঙ্গু প্রতিরোধে ভোলার খাল থেকে কচুরীপানাসহ খালের বিভিন্ন ধরণের ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র মো. শাহে আলম, কমিশনার মঞ্জুরুল আলম, এফরানুর রহমান মিথুন মোল্লাসহ পৌর কর্মকর্তা-কর্মাচারীরা।
Leave a Reply