এক সন্তান নীতি শিথিল করে দিলেও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমহ্রাসমান। বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যাও। জনসংখ্যা বাড়াতে তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২০২৫) গ্রহণ করেছে চীন। সোমবার এক খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলির।
খবরে বলা হয়েছে, নতুন নীতিমালার আওতায় বেশি সন্তান নেয়াকে উৎসাহিত করতে দম্পতিদের বাড়তি আর্থিক ও নীতিগত সহায়তা দেয়া হবে।
চীনের জনসংখ্যা সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইউয়ান শিন বলেছেন, জন্মহার বাড়ানো, কর্মক্ষেত্রের মানোন্নয়ন, জনসংখ্যার কাঠামোর উন্নতির ওপরও নজর দেয়া হবে নতুন নীতিমালার আওতায়।
দারিদ্র্যের হার হ্রাস ও অর্থনীতির উন্নয়নে ১৯৭৮ সালে চীন বিতর্কিত ‘এক সন্তান’র নীতি ঘোষণা করেছিল। ২০১৫ সাল থেকে চীন এক্ষেত্রে ছাড় দেয়া শুরু করে।
Leave a Reply