অধীন মানে কারাবাস আর হীনতা,
স্বাধীন মানে অহংকার আর চিরসবুজতা।
অধীন মানে শোষণ-পোষণ আর নৃশংসতা,
স্বাধীন মানে স্বচ্ছ আর চঞ্চলতা।
অধীন মানে কাঁদো-কাঁদো আর নূনে-ভাতে পাকিস্তানি,
স্বাধীন মানে হাসা-হাসি আর মাছে-ভাতে বাংলাদেশি।
অধীন মানে করুণ আর হাহাকার,
স্বাধীন মানে দারুণ আর জয়ের ফুৎকার।
অধীন মানে প্রদেশ আর চালকহীন গাড়ি,
স্বাধীন মানে মুজিব আর জুয়েলারীর ফাঁড়ি।
অধীন মানে সামরিক শাসন আর মার্শাল ল জারি,
স্বাধীন মানে বাংলাদেশ আর সমান নর-নারী।
অধীন মানে উর্দু আর ইংরেজি ভাষা,
স্বাধীন মানে বাংলা আর অহংকারের আশা।
অধীন মানে দু’হাতে দু’সংস্কৃতি আর অসংহতি,
স্বাধীন মানে লাল-সবুজ আর অসাম্প্রদায়িক প্রীতি।
মোদের সংবিধানে লেখা আছে জাতিসত্তার গীতি,
ধুয়ে-মুছে যাক দূর্বিষহ অতীত স্মৃতি।
মো:আব্দুর রাজ্জাক
শিক্ষার্থী
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়।
razzak33583@gmail.com
Leave a Reply